Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় ৩ ইরানি রিমান্ডে

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : প্রতারণার অভিযোগে ইরানি তিন নাগরিককে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। গতকাল বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে জিজ্ঞাসাবাবাদের জন্যে রিমান্ডের আবেদন করলে বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ দু’দিনের রিমা- মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা ইরানি নাগরিকরা হলেন মোঃ আব্বাসের ছেলে রেজা, আলী আসগরের ছেলে হাদী, হোদমারদের ছেলে ফর্জল। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস আই মোঃ জাহাঙ্গীর আলম জানান, গত ১৬ মার্চ খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ডের ওয়ালটন প্লাজার শো-রুমে তারা দু’জন আরবী ভাষায় কথা বলে নিজেদের বিদেশী পরিচয় দিয়ে কেনাকাটা  করেন। এসময় ২৪০টাকার সৌদি রিয়াল’র সমপরিমাণ মালামাল ক্রয় করে এক হাজার টাকার একটি রিয়াল দেন। শো-রুমের ক্যাশিয়ার তাকে বাংলাদেশী টাকা ফেরত দেয়ার সময় টাকা পরিবর্তন করতে করেতে পুরো ৩৬ হাজার টাকা প্রতারণা করে নিয়ে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় ৩ ইরানি রিমান্ডে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ