Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যাম্পাসে আম পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ৩:৫৮ পিএম

ক্যাম্পাসে আম পাড়তে গিয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র তৌফিক ওমরের (২৩) মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তৌফিক ওমর উর্দু বিভাগ প্রথম বর্ষের ছাত্র এবং কবি জসীম উদ্দীন হলে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উর্দু বিভাগের চেয়ারম্যান ড. রশিদ আহমদ।
কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, ‘আমরা এখন হাসপাতালে আছি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। হল প্রশাসন বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।
নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তৌফিক বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের থাকা বড় একটি আমগাছে উঠে আম পাড়ছিল। হঠাৎ পা ফস্কে সে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তৌফিককে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি ছাত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ