Inqilab Logo

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১১ কার্তিক ১৪২৮, ১৯ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়কে ২ জন নিহত

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া মরিচ্যা এলাকায় মিনিবাস-টমটম (ইজিবাইক) সংঘর্ষে মো. সোলতান নামে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে দুইটার দিকে মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সোলতান উখিয়া উপজেলার ডেইলপাড়ার বাসিন্দা বলে জানাগেছে। আহতরা হলো, নুরুল ইসলাম ও বেলাল উদ্দিন। তাদের দুজনকে চমেকে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি আবুল খায়ের মুঠোফোনে জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মিনিবাসের সাথে টমটমের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এদিকে কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেলোয়ার হোসেন হাসপাতালে আরো একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন