Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুশফিকের ভাবনাতেও রশিদ, মুজিব

দে­রাদুনেই আফগানিস্তান-বাংলাদেশ টি-২০ সিরিজ

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের দেরাদুনে আগামী জুনে হবে তিন ম্যাচের সিরিজটি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায়। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ভারতের এই মাঠেই নিজেদের ‘হোম’ সিরিজ খেলে। সিরিজে খেলতে ২৯ মে দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ১ জুন খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে একটিই টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে। তারপর থেকে অনেক এগিয়েছে আফগানিস্তান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দলটি রয়েছে ৮ নম্বরে। সাকিব আল হাসানের দলের অবস্থান ১০ নম্বরে। তবে অচেনা মাঠে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ দেখছেন মুশফিকুর রহিম। তবে আড়াই মাসের মধ্যে আবার টি-টোয়েন্টি সিরিজ খেলায় ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন তিনি।
বিসিএলের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান মুশফিক। সেই চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। রানিং চালিয়ে যাচ্ছেন। ১৩ মে থেকে ক্যাম্পে পুরদমেই যোগ দেবেন। গতকাল মিরপুরে এসে জানিয়েছেন আফগানিস্তান নিয়ে নিজের ভাবনার কথা।
টি-টোয়েন্টিতে আফগানিস্তান আছে ৮ নম্বরে। দুই ধাপ নিচে বাংলাদেশে অবস্থান দশে। ওয়ানডেতে শক্তিশালী হয়ে উঠা বাংলাদেশ সংক্ষিপ্ততম সংস্করণে বরাবরই অস্বস্তিতে ভোগে। তবে নিদহাস ট্রফিতে ভালো করে আসার পর ফরম্যাট নিয়ে আর অস্বস্তি নেই। তবে ভয় আছে প্রতিপক্ষ নিয়ে। বিশেষ করে আফগানদের বিশ্বমানের বোলিং আক্রমণ ভাবাচ্ছে বাংলাদেশকে, ‘সত্যি বলতে, টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে আফগানিস্তান দলটা অনেক বেশি চ্যালেঞ্জিং। বোর্ড সভাপতির (নাজমুল হাসান পাপন) কাছ থেকে আপনারা জেনেছেন, তামিমও বলেছে, ওদের অনেক বিশ্বমানের বোলার আছে। রশিদ খান আর মুজিব-উর-রহমান তো আইপিএলেও অসাধারণ করছে। মোহাম্মদ নবী আর মোহাম্মদ শাহজাদের মত ব্যাটসম্যানও আছে তাদের দলে। এরা সকলেই আমাদের বিপিএলেও নিয়মিত পার্ফরমার। ওদের বিপক্ষেই আমাদের খেলতে হবে।’
মুশফিক চ্যালেঞ্জ দেখছেন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে। ভারতকে হোম ভেন্যু বানিয়ে খেলায় সেখানেও তারা সুবিধা পাবে বলে মত তার, ‘ওরা সর্বশেষ যখন এসেছিলো, তখন আমরা তাদের কাছে একটা ম্যাচ হেরেছি। সব দিক থেকেই মনে করি যে, আমরা চ্যালেঞ্জিং পজিশনে আছি। ওদের হোমগ্রাউন্ড, ওদের ভেন্যু, এটা ওদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হবে।’
সব কিছু বিবেচনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশই চাপে থাকবে বলে মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে ফিরে পাওয়া মুশফিক, ‘তা তো অবশ্যই (চাপে থাকা)। কারণ টি-টোয়েন্টিতে আফগানিস্তান অনেক ভয়ঙ্কর দল। ওরা এখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। সামনে তারা টেস্ট খেলবে। ওয়ানডেতেও তারা খুব ভালো খেলছে। এবার তারা বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করেছে। সুতরাং ওদের অনুকূলে সব কিছু থাকবে।’
তবে মুশফিককে আশা দেখাচ্ছে টি-টোয়েন্টিতে ঘন ঘন খেলার সুযোগ ও সাম্প্রতিক ফর্ম। নিদহাস কাপে ভালো করার রেশ থাকতেই আবার এই ফরম্যাটে নামা তার কাছে ইতিবাচক, ‘আমার মনে হয় ইতিবাচকই হবে। অনেক সময় দেখা যায় সিরিজে একটা টি-টোয়েন্টি খেললাম, এরপর অনেক দীর্ঘ বিরতি হয়ে যায়। আড়াই মাস আগেই আমরা টি-টোয়েন্টি খেলেছি। এর পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। সেই হিসেবে আমরা ব্যাক টু ব্যাক খেলছি।’
এই স্বস্তির সঙ্গে আছে ছোট্ট একটু খচখচানিও। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামটি এক্কেবারেই অপরিচিত মুশফিকের কাছে। তাতেই কিছুটা অস্বস্তি ঝরলো সাবেক টেস্ট অধিনায়কের কণ্ঠে, ‘আমি শুনেছি যে এটি (দেরাদুন) দারুন একটি স্টেডিয়াম, যদিও আইসিসি এখনও স্বীকৃতি দেয়নি। শুনেছি ওখানকার তাপমাত্রাটা একটু বেশি, তবে আমরা উত্তপ্ত শ্রীলঙ্কা থেকেও খেলে এসেছি। আমার মনে হয় ‘অপরচিত’ ভেন্যুও একটি চ্যালেঞ্জ হতে পারে। কেননা আমরা সেখানকার উইকেট, আউটফিল্ড সম্পর্কে কিছুই জানি না।’
পরিচিত হবার কিছুটা সঙযোগও থাকছে বাংলাদেশের জন্য। সিরিজে খেলতে ৫ দিন আগে দেরাদুনে যাবে সাকিবের দল। ১ জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আফগানিস্তানের সঙ্গে। সেই ছোট্ট সুযোগে পরিবেশ আর প্রতিপক্ষ- দুইয়ের সঙ্গেই নতুন করে পরিচিতি পর্বটিও সেরে নিতে হবে বাংলাদেশকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ