Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না -সিরীয় রাষ্ট্রদূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ২:২১ পিএম

ইসরাইলের সব ধরনের হামলার পাল্টা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মোস্তফা।



তিনি বলেন, একটি সার্বভৌম ভূখণ্ড হিসেবে আত্মরক্ষার স্বার্থে ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না।

তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মুখে তার দেশের জনগণের আত্মরক্ষার অধিকার আছে।



শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে সিরিয়ার এ কূটনীতিক এসব কথা বলেছেন।

ইসরাইল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও যেসব বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করবে সেগুলোকে সিরিয়ার সামরিক বাহিনী ভূপাতিত করবে বলেও তিনি সতর্ক করেন।

ইমাদ মুস্তাফা বলেন, তার দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখবে, যাতে ইসরাইলের যেকোনো ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানকে ভূপাতিত করা সম্ভব হয়।

ইসরাইলের বাহিনী সিরিয়ার ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার একদিন পর সিরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বললেন।

ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে তারা হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সিরিয়া।



 

Show all comments
  • ash ১২ মে, ২০১৮, ৭:৫২ পিএম says : 0
    WHY SYRIA CANT BE HIT BACK & HARD??? WHY ONLY DEFENSE ??? WHAT TOO LOOSE ???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ