Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরে ভারতের পানিবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন, পাকিস্তানের বিরোধিতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১১:৪১ এএম

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে একটি বিতর্কিত পানিবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিরবৈরী পাকিস্তান এ প্রকল্পের বিরোধিতা করে বলেছে, এতে তাদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে।

দুই দেশের শীতল সম্পর্কের মধ্যেই হিমালয় অঞ্চলে ৩৩০ মেগাওয়াটের কিশানগঙ্গা পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ভারত। ২০০৯ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল।-খবর ডন অনলাইনের।

নরেন্দ্র মোদি বলেছেন, এই বিদ্যুৎ প্রকল্প দিয়েই কেবল কাশ্মীর আত্মনির্ভর হবে না, দেশের অন্যান্য রাজ্যেও তা বিতরণ করা হবে।

তিনি বলেন, অতীতেও এ রাজ্যে আমরা ব্যাপক উন্নয়ন করেছি, তা সবাইকে মনে রাখতে হবে।

প্রতিবেশী পাকিস্তান এ প্রকল্পের বিরোধিতা করে বলেছে, ইন্দাস ও তার শাখা নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে ভারত বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা চুক্তি লঙ্ঘন করেছে। কারণ পাকিস্তানের ৮০ শতাংশ সেচের পানি আসে এ নদী থেকে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন।

এদিকে মোদির সফরের প্রতিবাদে কাশ্মীরে হরতাল পালিত হয়েছে। অঞ্চলটির একটা মোটামুটি অচল হয়ে পড়েছিল।

সারা দিন শ্রীনগরের দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল। রাস্তাঘাটে পুলিশ ছাড়া আর কাউকে দেখা যায়নি।

তবে এদিন বিক্ষোভের আশঙ্কায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

মোদির সফরের প্রধান অনুষ্ঠানস্থল শ্রীনগরের ডাল লেইকে সারা দিনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ