Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আধুনিক হচ্ছে ৬০ সিনেমা হল

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

দেশের সিনেমা হলগুলোকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য এফডিসির এমডি আমির হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রাথমিকভাবে ৯৮টি সিনেমা হল নির্দিষ্ট করেছে। এগুলো থেকে বাছাই করে ৬০টির মতো সিনেমা হলকে আধুনিক করা হবে এবং এ জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা চলছে। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বলেন, বেশ কিছুদিন আগেই আমরা হলগুলোকে ডিজিটাল করার জন্য একটা কমিটি করেছি। এখানে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও সিনেমা হলের মালিকদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। সবাই মিলে ৯৮টি সিনেমা হলের একটি তালিকা করেছি। ৫০ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। আশা করি খুব তাড়াতাড়ি কাজটি শুরু করতে পারব। তিনি বলেন, ৫০ কোটি টাকা দিয়ে ৬০টির মতো সিনেমা হলে কাজ করা যাবে। আগামী সপ্তাহে আমরা সিনেমা হলের মালিকদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নেব, কতগুলো সিনেমা হল নেওয়া হবে আর কোন কোন সিনেমা হল এই সুযোগ পাবে। তিনি বলেন, সব সিনেমা হল এক রকম নয়। আমরা চাইবো দেশের প্রথম সারির সিনেমা হলে কাজগুলো করতে, যেখানে দর্শক সমাগম বেশি হয়। আধুনিকায়নের প্রথম পর্যায় সম্পর্কে আমির হোসেন বলেন, প্রত্যেকটা সিনেমা হলকে টু-কে প্রজেক্টর দেয়া হবে, সাথে একই মানের সাউন্ড সিস্টেম। সিনেমা হলের আসন ও পরিবেশ সুন্দর করা হবে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতে এফডিসিতে সার্ভারের ব্যবস্থা থাকবে। এখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। সাথে থাকবে ই-টিকেটিং এবং কোন হলে কত জন সিনেমা দেখছেন তা এফডিসি থেকেই হলমালিক দেখতে পারবেন। আমরা সারা দেশে ই-টিকেটিং করব। এতে সিনেমা হলে টাকা চুরির যে অভিযোগ রয়েছে তা আর থাকবে না। আমরা দেখতে পাবো কোন সিনেমা হলে কতজন দর্শক সিনেমা দেখেছেন। এতে সিনেমার প্রযোজক প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।
ছবিঃ হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আধুনিক

১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ