Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদী আরব কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে পদক প্রদান

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মিলিটারী এ্যাটাশে গতকাল রোববার বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারকে রাজকীয় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ প্রদত্ত ‘কিং আব্দুলআজিজ কলার অব মেরিট এক্সিলেন্ট ক্লাশ’ মেডেল হস্তান্তর করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকস। তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন, এই ধরনের পদক প্রাপ্তি দুই দেশের মধ্যে বিরজমান চমৎকার সম্পর্কের প্রামাণ বহন করে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য যে, প্রথমবারের মত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সৌদি আরবের সর্বোচ্চ সামরিক পদক অর্জন করলেন। বিমান বাহিনী প্রধান তার ভাষণে বলেন, সৌদি আরবের নিকট থেকে এই পদক প্রাপ্তি বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য খুবই সম্মান ও গৌরবের বিষয়। তিনি তার ভাষণে রাজকীয় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ কে উক্ত মেডেল প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং রাজকীয় সৌদি আরবের চীফ অব জেনারেল স্টাফকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মিলিটারী এ্যাটাশেকে মেডেল হস্তান্তরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ তিন বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ