Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া সফরে মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সকালে রাশিয়া সফরের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোচিনে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় এ খবর নিশ্চিত করেছে। পুতিনের আমন্ত্রণে মোদি রাশিয়া সফর করছেন।
বার্তা সংস্থা জানায়, দুই নেতা বিদ্যমান দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সভায় দু’নেতার মধ্যে দু’দেশের মধ্যকার দীর্ঘ মেয়াদি সম্পর্ক শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক বিদ্যমান বিষয়বলী নিয়ে আলোচনা হবে।’
দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যকার ‘অনানুষ্ঠানিক আলোচনা’ একটি ‘ঐতিহ্যগত নিয়মিত মতবিনিময়’ বলে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ