Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খালেদা জিয়া সরকারের নিষ্ঠুরতার শিকার -ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার উপর অবৈধ সরকার চরম অমানবিক, নিষ্ঠুর, নির্মম আচরণ করছে অভিযোগ করে মহানগর বিএনপিডা. শাহাদাত হোসেন বলেছেন, তাকে কারাগারে রেখে নির্যাতন চালিয়ে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। সরকারের নির্মম নিষ্ঠুরতার শিকার দেশনেত্রী। এই সরকারের শাসন আমলে ৬ লাখ ৬ হাজর কোটি টাকা লুটপাট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপি ও আত্মীয় স্বজনেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাতে সরকারের কোন মাথা ব্যাথা নেই। আর কথিত দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। গতকাল (সোমবার) দলীয় কার্যালয়ে নাসিমন ভবনের সামনের সড়কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহীদ জিয়া শিশু কিশোর ফাউন্ডেশন চট্টগ্রাম মহনগর, উত্তর, দক্ষিণ জেলার উদ্যোগে আয়োাজিত মানববন্ধনে তিনি প্রধান অথিতির বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা এম এ হাশেম রাজু। মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সাহেদ ও আবু ছৈয়দ রাসেলের যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদুল করিম কচি, বিএনপি নেতা কামরুল ইসলাম, আলমগীর নুর, ছাত্রদল নেতা জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, শিশু কিশোরদের পক্ষে বক্তব্য রাখেন জোসনা আক্তার, ছৈয়দা শমরিতা আক্তার উর্মি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ