Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তারাব পৌর এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া থেকে বরপা আনন্দ পল্লী এলাকা পর্যন্ত গতকাল শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের সেচ খাল ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এর জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা চার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তারাব পৌরসভার উদ্দ্যেগে পৌরবাসীকে পানিবদ্ধতার কবল থেকে রক্ষা করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোডের্র খাল ও সওজের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা মার্কেট ও দোকান নির্মাণ করে ভাড়া দেয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একটি সিন্ডিকেট করে অগ্রিম টাকায় এসব দোকান নির্মাণ করে ভাড়া দেয়। মৈকুলীর আলমগীর,মজিদ হাজী, কাদির হাজীসহ অনেক প্রভাবশালী দোকান নির্মাণ করে ভাড়া তুলে খাচ্ছেন। চা দোকান ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, আমাদের দোকান যতবার উচ্ছেদ করা হয় ততবারই স্থানীয় প্রভাবশালীদেও অগ্রিম টাকা দিতে হয়। গরিব বলে বাধ্য হয়ে আমরা চায়ের দোকান করি। দোকান উচ্ছেদের ফলে আমরা এখন বেকার হয়ে পড়েছি।’ এ বিষয়ে জানতে চাইলে কাদির হাজী বলেন, ‘আমাদের জায়গা খালি পরে থাকায় দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছি।’ তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন তারাব পৌরবাসীকে পানিবদ্ধতা থেকে মুক্ত করার লক্ষ্যে এ উচ্ছেদ শুরু করা হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার বলেন, পৌরসভার পানি নিষ্কাশনের জন্য অগ্রণী সেচে প্রকল্পের খালগুলো দখলমুক্ত করা হবে। খালের উপর নির্মিত দোকানপাট ভেঙ্গে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারাব পৌর এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ