Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:২০ এএম

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন মহা সঙ্কটে। এতবড় সঙ্কট মনে হয় আর কখনো বাংলাদেশ পতিত হয়নি। বিরোধী দলের উপর নৃশংংসতা চালাচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত করাগারের অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখা হযেছে। অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতেই মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে গতকাল সোমবার খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হলে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মূল আলোচনা পেশ করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। স্বাগত বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর ও মুহাম্মদ মুনতাসির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর মিয়া গোলাম পরোয়ার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আবদুর রকিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ড. রেদওয়ান আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, মাওলানা আবদুল বাসিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করিম, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমীর মাওলানা জাফরুল্লাহ খান, বাংলাদেশ লেবার পার্টির অপরাংশের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল’র মহাসচিব শেখ জুলফিক্কার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানী সভাপতি এডভোকেট মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ডেমোক্রেটিক লীগ- ডিএল’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহম্মদ, বিএনপির যুগ্মমহাসচিব এডভোকেট মজিবর রহমান সরোয়ার, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুসা বিন ইজহার।
উপস্থিত ছিলেন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, বাংলাদেশ মুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, কবি আদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি বাসির জামাল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস সোসাইটির আহŸায়ক ডাঃ আবদুল্লাহ খান, শায়খুল হাদীস মাওলানা লোকমান মাযহারী, অধ্যাপক ড. তারেক ফজল, শামীম সাঈদী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট বোরহান উদ্দিন, এডভোকেট আকবর হোসেন প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে না। জনগণের ভোটাধিকার ভূলুন্ঠিত। মানুষ বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে কিন্তু সেই বিচার বিভাগকে সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণ করে একটি নির্যাতনের যন্ত্রে পরিণত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ