Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় বন্দুকযুদ্ধে দুই পুলিশ ও মাদক ব্যবসায়ী হাসপাতালে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১০:২৩ এএম

বগুড়ায় পুলিশের মাদক বিরোধি অভিযানের সময় বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য সহ হাজি শাহিন নামের এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টায় বগুড়া শহরের ছিলিমপুরে একটি নির্জন এলাকায় এঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মাঝ রাতে পুলিশের কাছে খবর আসে ছিলিমপুর এলাকায় একদল মাদক কারবারি ইয়াবা বিলি-বন্টন করছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ওসি এসএম বদিউজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাদক ব্যবসায়ীরদের ঘেরাওয়ের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সৃষ্ট বন্দুকযুদ্ধে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহীন মিয়া ওরফে হাজি শাহিন (৪২) পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার পরনের লুঙ্গির কোঁচের ভেতর দুই প্যাকেটে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এরপর তাকে আহত অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে । তাদেরকেও ওই হাসপাতালেই টিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ