Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গণহত্যার অভিযোগ তামিলনাড়ুতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

দক্ষিণ ভারতে পুলিশের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতারা। তারা বলেন, পুলিশ নিরপরাধ বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হত্যা করেছে। কপার গলানো কারখানা স্টারলাইট বন্ধের দাবিতে বুধবার পরিবেশকর্মীদের বিক্ষোভে পুলিশের গুলিতে কালিয়াপ্পান নামে এক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১১ জনে। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ ও ভাঙচুর শুরু করলে পুলিশ নির্বিচার গুলি চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করে। এতে আহত হন অন্তত ৮০ ব্যক্তি। স্থানীয় অধিবাসীরা বলেন, ওই কারখানার কারণে পুরো অঞ্চলের পরিবেশ দূষণের কবলে পড়েছে। মানুষ মারাত্মক সব রোগ ব্যাথিতে আক্রান্ত হচ্ছেন। গত তিন মাস ধরে বন্দরনগরী তুতিকোরিনে কোম্পানির দ্বিগুণ সক্ষমতা বাড়ানোর প্রতিবাদে পরিবেশকর্মী ও স্থানীয় অধিবাসীরা বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ, এতে বায়ু ও মাছের খামার দূষিত হয়ে যাচ্ছে। তাদের জীবন ও জীবিকা হুমকিতে পড়েছে। ইতিমধ্যে চার লাখ টনের কপার কারখানা সমপ্রসারণ স্থগিত করার নির্দেশ দিয়েছেন মাদ্রাজের হাইকোর্ট। অবকাঠামো নির্মাণে পরিবেশগত অনুমোদনের আগে গণশুনানি বন্ধেরও নির্দেশ দেন আদালত। লন্ডনভিত্তিক ভেড্যান্টা রিসোর্সের মালিকানাধীন এ কোম্পানি দূষণের আগেও তার কার্যক্রম বন্ধ রেখেছিল। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ