Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টুইটারে কাউকে ব্লক করতে পারবেন না ট্রাম্প : রুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে কাউকে ব্লক করতে পারবেন না বলে রুল জারি করেছেন একটি আদালত। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের বিচারক নাওমি রিস বুচওয়াল্ড এ আদেশ দেন। আদালত বলেন, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট একজন প্রেসিডেন্টের, তাঁর ব্যক্তিগত নয়। ব্লক করার ফলে সংবিধান (প্রথম সংশোধনী) লঙ্ঘিত হয়। বিচারক বুচওয়াল্ড বলেন, ট্রাম্পের জন্য হতাশাজনক হয় এমন মন্তব্য তিনি এড়িয়ে যেতে পারেন। কিন্তু কোনোভাবেই টুইটার ব্যবহারকারীদের ব্লক করা যাবে না। এ সংক্রান্ত মামলার অন্যতম বাদী সাংবাদিক রেবেকা বাকওয়াল্টার-পোজা এ রুলের পর জয় পেয়েছেন বলে টুইট করেছেন। বিচারক মতামত জানিয়ে বলেন, ‘কারণ কোনো সরকারি কর্মকর্তাই আইনের ঊর্ধ্বে নন এবং বিচার বিভাগ যেটা আইন হিসেবে গণ্য করে তা সব কর্মকর্তাকে মেনে চলতে হবে। আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে, প্রেসিডন্ট ও স্ক্যাভিনো (হোয়াইট হাউসের ডিজিটাল ডিরেক্টর ড্যান স্ক্যাভিনো) ব্লকিং বিষয়টা সমাধান করবেন, যেটা আমরা অসাংবিধানিক হিসেবে বিবেচনা করছি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ