Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় মহড়া দেশে ফিরলো সমুদ্র অভিযান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত্য আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছায়। এসময় নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ স্থানীয় উচ্ছপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। গত ৪ হতে ৯ মে পর্যন্ত ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। উক্ত মহড়ায় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল অংশগ্রহন করেন। তাছাড়া অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামান, (ট্যাজ) নেতৃত্বে ২৬৯ জন উক্ত নৌ মহড়ায় যোগদান করে। জাহাজটি যাত্রাপথে গত ২৪ হতে ২৭ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং-এ এবং দেশে ফেরার পথে ১৬ হতে ২০ মে থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফরে গমন করে। নৌবাহিনী যুদ্ধ জাহাজের এ ধরণের মহড়ায় অংশগ্রহণ বহিঃর্বিশে¡ দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক সুসম্পর্ক জোরদার করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, উক্ত মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান গত ১৮ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ