Inqilab Logo

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিএনপি নেতা আমির খসরুর বোনের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বড় বোন এবং সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজের স্ত্রী ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীর মা হাসনে হেনা ফয়েজ (৭৪) গতকাল (বৃহস্পতিবার) দুপুরে নগরীর খুলশীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ (শুক্রবার) সকাল ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ফটিকছড়ির বক্তপুর গ্রামে বাদে জুমা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। হাসনা হেনা ফয়েজের ইন্তেকালে বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, বেগম রোজী কবির, নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গভীর শোক প্রকাশ করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি নেতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ