Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরমাণু ধ্বংসের পরই ধোঁকা দিলেন ট্রাম্প? যে কোন সময় আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া যেকোনও সময় আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি গোয়ান। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা গেছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের কাছে লেখা হোয়াইট হাউসের এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। চিঠিতে ট্রাম্প বলেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে খুবই আগ্রহী। কিন্তু এই বৈঠকের জন্য এখন উপযুক্ত সময় নয়। কোনও এক সময় তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনায় বসবেন। জবাবে উত্তর কোরিয়া জানায়, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ‘খুবই দুঃখজনক’। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। অপরদিকে, বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার। আর এ দিনই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ১২ জুনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সন্দেহ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধোঁকা দিল কিনা। এক্ষেত্রে দাবি করা হচ্ছে, শীর্ষ বৈঠকের প্রলোভন দেখিয়ে উত্তর কোরিয়ার নেতাকে দিয়ে পরমাণু স্থাপনা ধ্বংস করানোর পর ট্রাম্প বৈঠক বাতিল করলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পাহাড়ের ভেতরে অবস্থিত পাঙ্গি রি স্থাপনা ধ্বংস করে পিয়ংইয়ং। এ সময় সেখানে বিভিন্ন দেশের সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে বৈঠকের প্রতি আন্তরিকতার প্রমাণস্বরূপ পরমাণু পরীক্ষার স্থাপনা ধ্বংসের কথা ঘোষণা করেছিলেন কিম জং উন। উত্তর কোরিয়া পরমাণু স্থাপনা ধ্বংস করলেও শেষ পর্যন্ত বৈঠকে বসবেন না বলে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘটনায় মার্কিন সরকারের বিশ্বাসযোগ্যতা আরও কমে গেল বলে মনে করা হচ্ছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ