সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল কাব্যে ইসলামের আধ্যাত্মিক সৌন্দর্য্য’ শীর্ষক সাহিত্য সভা, হাম্দ-নাত, আবৃত্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবাস বিকালে রাজধানীর মালিবাগে ঢাকা মহানগর কার্যালয়ে ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তমদ্দুন মজলিসের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম, কবি আবদুল মুকীত চৌধুরী, ড. ঈসা শাহেদী, মোহাম্মদ শাহাবুদ্দীন খান, এম এ হান্নান, শফি চাকলাদার ও কবি শাহ সিদ্দিক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।