Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মৃত্যুর গুজব!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ৫:০৩ পিএম


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (৮২) হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে সোমবার তার দল ফাতাহ এ গুজবকে অসত্য বলে নাকচ করে দিয়েছে।


ফাতাহর মুখপাত্র ওসমান আল-কাশমি সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, মাহমুদ আব্বাসের মৃত্যু নিয়ে যা রটনা হচ্ছে তা পুরোটাই গুজব।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ফিলিস্তিন প্রেসিডেন্ট ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার অবস্থা এখন অনেক ভালো।

গত ২০ মে মাহমুদ আব্বাস ফুসফুস ও কানের সমস্যা নিয়ে পশ্চিম তীরের রামাল্লা শহরের একটি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক দিন পর প্রচণ্ড জ্বর নিয়ে আবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর পর সোমবার পর্যন্ত ফিলিস্তিনের প্রেসিডেন্ট হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন বলে ফাতাহর ওই মুখপাত্র জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনের প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ