Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিকাটুলি মাদরাসায় হিফজ, কেরাত ও আযান প্রতিযোগিতা

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দারুল উলুম টিকাটুলি মাদ্রাসায় গতকাল শনিবার সকালে হিফ্জুল কুরআন, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। অনুষ্ঠানে হিফ্জুল কুরআন বিভাগে ১০ পারা (ক) গ্রæপে, ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীরা পুরস্কার লাভ করেছেন হিফজুল কুরআন ১০ পারা (ক) গ্রæপে ১ম স্থান অধিকারী মোঃ জাওয়াদ হোসেন ২য় স্থান অধিকারী মোঃ হাসান এবং ৩য় স্থান অধিকারী মোঃ মাহমুদুল হাসন। ২০ পারা (খ) গ্রæপে ১ম স্থান অধিকারী মোঃ সিয়াম ২য় স্থান অধিকারী মোঃ মাহবুবুর রহমান এবং ৩য় স্থান অধিকারী মোঃ আবদুল্লাহ। ৩০ পারা (গ) গ্রæপ ১ম স্থান অধিকারী মো. তাহমীদ, ২য় স্থান অধিকারী মোঃ তামীমুল ইসলাম, ৩য় স্থান অধিকারী মোঃ আবু বকর, ক্বেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী মোঃ উসামা, ২য় স্থান অধিকারী মোঃ রাকায়াত এবং ৩য় স্থান অধিকারী মোঃ মাহমুদুল হাসান। এছাড়া আযান প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী মোঃ আবু তালহা, ২য় স্থান অধিকারী মোঃ হিযবুল্লাহ এবং ৩য় স্থান অধিকারী মোঃ মামুন বিল্লাহ। উক্ত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকাটুলি মাদরাসায় হিফজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ