বিরলে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক আরোহীসহ ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত
কুষ্টিয়া জেলায় নিজ বাড়িতে ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামকে (২৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদর উপজেলা হাটশ হরিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে নাজমুল।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সদ্য বিবাহিত নাজমুল বউসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ গুলির শব্দে পরিবারের অন্যরা নাজমুলের ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জনি জানান, রাত সাড়ে ৩টার দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নাজমুল নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না।
তবে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। যারাই এ ঘটনায় জড়িত থাক না কেন তাদের গ্রেফতার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।