Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৈঠক প্রশ্নে ট্রাম্পের নতুন টুইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের ব্যাপারে আবারও ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক প্রশ্নে আমাদের একটা দুর্দান্ত টিম কাজ করছে।’ এর আগেও এক টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘সবকিছু খুব ভালোভাবে যাচ্ছে।’ পাঁচদিন আগে প্রশাসনের কর্মকর্তাদের চিঠি দিয়ে কিমের সঙ্গে বৈঠক বাতিলের তাগিদ দিয়েছিলেন ট্রাম্প। ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নরেট বলেন, ‘২৪ মে ট্রাম্প চিঠি দেওয়ার পর থেকে উত্তর কোরিয়া আবার যোগাযোগ করতে শুরু করেছে।’ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (২৪ মে) উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। কিমের কাছে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে বৈঠকের জন্য আমি খুবই উন্মুখ ছিলাম। দুঃখজনকভাবে, ভয়ানক ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতার ওপর ভিত্তি করে দেওয়া আপনার অতি সামপ্রতিক বিবৃতির প্রেক্ষিতে আমি মনে করি এটি বৈঠকের যথার্থ সময় নয়।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক প্রশ্নে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ