Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুহিনের সুর ও সঙ্গীতে গাইলেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক মুহিন খানের সুর সঙ্গীতে একটি নতুন মৌলিক গানে কন্ঠ দিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। জামাল হোসেনের লেখা এবং মুহিনের সুর সঙ্গীতে ‘দখিনা বাতাস’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন আব্দুল হাদী। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘মুহিন এতো চমৎকার সুর করে তা আমার ভাবনায় ছিা না। গানের কথা, সুর সঙ্গীতায়োজন আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি, শ্রোতাদের গানটি মনে ধরবে।’ মুহিন বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে হাদী স্যার আমার সুর সঙ্গীতে গান গেয়েছেন। আমার সঙ্গীত জীবনের এক অন্যরকম অর্জনও এটা। স্যার আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। আমার সুর সঙ্গীতে স্যার এতোটা আন্তরিকতা নিয়ে গানটি করবেন আমি কল্পনাও করিনি। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ যে আমার মতো একজন অতি সাধারণের কাজ তিনি আন্তরিকতা নিয়ে করেছেন। আমি সত্যিই ভীষণ উচ্ছসিত, আনন্দিত।’ মুহিন জানান, আগামী ঈদে রঙ্গন মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হবে। এদিকে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন মুহিন খান। ডায়েল রহমানের নির্দেশনায় ‘হিরো পুলিশ’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন মুহিন খান। মুহিন বলেন, ‘সিনেমায় গান গেয়েছি এর আগে অনেকবার। কিন্তু এবার সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ ভালোলাগছে। আশা করছি, আমার জীবনের প্রথম সঙ্গীত পরিচালনার কাজটি অনেক ভালো হবে। ’
ছবি ঃ মুহিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুর ও সঙ্গীত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ