Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বকাপ ফুটবল ঈদের সিনেমায় প্রভাব ফেলতে পারে

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঈদকে কেন্দ্র করে চলছে সিনেমা মুক্তির প্রস্তুতি। এখন পর্যন্ত সাতটি সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত কয়টি মুক্তি পায় তা এখনই বলা যাচ্ছে না। তবে চার থেকে পাঁচটি পর্যন্ত মুক্তি পেতে পারে। যে কয়টিই মুক্তি পাক না কেন সিনেমাগুলোকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারণ যে সময়ে সিনেমাগুলো মুক্তি পাবে, সে সময়ে দর্শক মেতে থাকবে বিশ্বকাপ ফুটবল নিয়ে। এর ফলে সিনেমা দেখতে হলমুখী দর্শক কমে যাবে। ১৪ জুন থেকে বিশ্বকাপের আসর শুরু হচ্ছে। ফুটবলের এই মহা আসরকে নিয়েই দুঃশ্চিন্তায় আছেন ঈদের সিনেমা মুক্তি দিতে ইচ্ছুক প্রযোজকরা। তারা মনে করছেন, বিশ্বকাপ শুরু হয়ে গেলে দর্শক মেতে থাকবে বিশ্বকাপের হিসাব-নিকাষ নিয়ে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে ফুটবল এই দেশের মানুষের কাছে দারুণ জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে আমাদের ফুটবলপ্রেমীদের আবেগ অনেক বেশি। তারা সারা দিন ফুটবল নিয়ে আলোচনা করে তারপর রাত জেগে খেলা দেখে। এই একটা মাস বিনোদনের সেরা অনুষঙ্গ হয়ে থাকে ফুটবল। এমন সময়ে সিনেমা মুক্তি দেয়া ঝুঁকিপূর্ণই বটে। কারণ ফুটবল বিশ্বকাপ সিনেমার বাজারে একটা প্রভাব ফেলবেই। তবে তিনি আশাবাদী হয়ে বলেন, এখন তথ্য প্রযুক্তির যুগ। খুব একটা খারাপ প্রভাব নাও পড়তে পারে। কারণ খেলা প্রচার হয়ে গেলেও পুরো খেলা ইউটিউবসহ নানা মাধ্যমে দেখার সুযোগ রয়েছে। তাই যারা সিনেমার দর্শক তারা ঠিকই হলে আসবেন। আর খেলা শুরু হবে রাতে। সেদিক থেকে দিনের শো-গুলোতে দর্শকের চাপ বেশি থাকবে বলে মনে করি। একজন পরিবেশক বলনে, যেসব সিনেমা মুক্তি পাবে সেগুলোর নায়ক-নায়িকা ও কলাকুশলীরা ফুটবল নিয়ে নানারকম প্রচারণায় অংশ নিতে পারেন। সিনেমা ও ফুটবলকে এক করে বিশেষ কুইজ বা পুরস্কারের ব্যবস্থা থাকলে দর্শকরা বাড়তি আগ্রহ নিয়ে সিনেমা হলে আসবেন। মানুষ বিনোদন চায়। তার কাছে যেটা সেরা মনে হবে সে সেটাই গ্রহণ করবে। কৌশল করে এই মন্দ প্রভাবের আংশকা কাটানোর চেষ্টা করতে হবে। তা নাহলে দেখা যাবে, সিনেমা হলগুলোতে সিনেমার বদলে মেসি-নেইমারদের খেলাই প্রদর্শিত হচ্ছে। এদিকে সাত সিনেমার মধ্যে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে তিনটি চলচ্চিত্র। এগুলো হচ্ছে, আবদুল মান্নান পরিচালিত পাঙ্কু জামাই, উত্তম আকাশ পরিচালিত চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়া এবং রায়হান রাফী পরিচালিত পোড়ামন ২। মুক্তির মিছিলে রয়েছে শামীমুল ইসলাম শামীমের আমার প্রেম আমার প্রিয়া, আশিকুর রহমানের সুপার হিরো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ