Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদা না দেয়ায় মাইক্রোবাস ছিনতাই প্রধান আসামি আটক

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুশমাইল গ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় হারেজ আলী নামের এক ব্যক্তির মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুশমাইল গ্রামের মোবারক হোসেন ও তার সঙ্গীরা একই গ্রামের মাইক্রোবাসের মালিক হারেজ আলীর কাছে কিছু দিন যাবৎ দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু হারেজ আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জানুয়ারি দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার বৃদ্ধা মাকে বেদম মারপিট করে এবং দাবিকৃত চাঁদা দিতে দুদিন সময় দেয়। কিন্তু নির্ধারিত সময়ে চাঁদা দিতে না পারায় ১৭ জানুয়ারি মোবারক ও তার লোকজন হারেজের বাড়িতে পুনরায় হামলা চালিয়ে চাবিসহ মাইক্রোবাসটি নিয়ে যায়। ঘটনার পর থেকে দুর্বৃত্তদের হুমকির মুখে হারেজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার হারেজ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গতকাল রোববার মূল আসামি মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদা না দেয়ায় মাইক্রোবাস ছিনতাই প্রধান আসামি আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ