Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বদর দিবসের চেতনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে -মাওলানা আবদুল লতিফ নেজামী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ৮:৪৪ পিএম

বদর দিবসের চেতনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন নেজামে ইসলাম পার্টির ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ। রোববার পুরানা পল্টনস্থ ভোজন রেঁস্তোরায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এ আহবান জানান। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ তারেক জামিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। উপস্থিত ছিলেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওঃ আবদুর রশিদ মজুমদার, সহ-সভাপতি অধ্যাপক এহ্তেশাম সারওয়ার, মুফতী জিয়াউল হক মজুমদার, সহকারী মহাসচিব আলহাজ মাও: মোঃ ওবায়দুল হক, ছাত্রসমাজের সাবেক সভাপতি মুফতী আবদুল কাইয়ুম, অর্থ সম্পাদক মাওঃ মমিনুল ইসলাম, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মুহা. খোরশেদ আলম, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি আব্দুর রহমান, ছাত্র জমিয়তের সোহাইল আহমদ মুহা. অলিউল্লাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বদর যুদ্ধের চেতনা মানেই ইসলামকে বিজয়ী করার চেতনা। তাই সিয়ামসাধনার এই মাসে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং মাহে রমজানের পবিত্রতা ও প্রকৃত উদ্দেশ্য সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে। সংযম ও সাধনার মাধ্যমে জীবনের সর্বস্তরে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওলানা আবদুল লতিফ নেজামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ