Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭, ০৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ৫:৪৫ পিএম

পটুয়াখালীর জেলার দুমকিতে সড়ক দুর্ঘটনায় মুরাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. এনামুল হক(৩৫) নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে,এনামুল রবিবার মধ্যরাতে মটর সাইকেল চালিয়ে মুরাদিয়া বোর্ড অফিস থেকে চরগরবদী যাওয়ার পথে লেবুখালী-বাউফল মহাসড়কস্থ চরগরবদি এলাকার খানকায়ে সালেহিয়া সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা অপর মটর সাইকেল চালক মো: সানির মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।আংশকাজনক অবস্থায় আহতদের দুমকী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার এনামুলকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলেই ইউপি সদস্য এনামুল মারা যান।দুর্ঘটনায় গুরুতর অপর জখম ৩ জন শোয়েব, শুভ ও সানিকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখান থেকে আংশকাজনক অবস্থায় অপর মোটরসাইকেল চালক সানিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি সদস্য নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ