Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত : কোটি টাকার ক্ষয়ক্ষতি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে নুরুল আলম (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার ফেনী শহরের বড় মসজিদের বিপরীতে আর কে হার্ডওয়ার ও ছেরাজ হার্ডওয়ার দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকানের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ইফতার পূর্ব সময়ে ফেনী শহরের আর কে হার্ডওয়ার ও ছেরাজ হার্ডওয়ার দোকানের সিলিন্ডারের গোডাউনেএকটি সিলিন্ডার প্রথমে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় পাশ্ববর্তী সুকুমারের মুদি দোকান, স্টুডিও ও মর্ডাণ ক্লিনিকে। এরপর চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। এসময় দুই দোকানের শোরুমে ও গোডাউনে প্রায় ৫ শতাধিক এলপি, বসুন্ধরা, যমুনা গ্যাসের সিলিন্ডার ছিল। ভয়াবহ আগুনে ক্রমান্বয়ে তা একের পর এক বিস্ফোরিত হতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ