Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদের বিশেষ ধারাবাহিক মিস আমলাপাড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক মিস আমলাপাড়া ২০১৮। জাকির হোসেন উজ্জলের রচনা ও মিলন ভট্টাচার্যের পরিচালনায় নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এছাড়া আছেন শখ, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, জামিলসহ আরো অনেকে। মফস্বল শহরের আমলাপাড়া মহল্লার কয়েকজন যুবক মিলে প্রেমিকাদের কাছে পাওয়ার উদ্দেশে এক অভিনব কৌশল অবলম্বন করে। তারা একটি সুন্দরী প্রতিযোগীতার আয়োজন করে। নাম দেয় মিস আমলাপাড়া ২০১৮। এলাকায় পোস্টারিং, মাইকিংয়ে মানুষের কান ঝালপালা হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে এই আয়োজন বন্ধে উঠে পড়ে লাগে। বাধাও দেয়। সব বিপত্তি পেছনে ফেলে শুরু হয় সুন্দরী প্রতিযোগিতা, ঢাকা থেকে আনা হয় ট্রেনার। শুধুমাত্র অবিবাহিতদের প্রতিযোগিতা হলেও প্রতিযোগীর সংখ্যা বাড়াতে এলাকার অনেক প্রভাবশালী বিবাহিত নারীদেরকেও রেজিস্ট্রেশন করানো হয়, যুবকরা নিজ নিজ প্রেমিকাদের বিজয়ী করতে বিবাহিত নারীদের বাদ দিতে নানা ছলছাতুরীর আশ্রয় নেয়, বিষয়টি ধরা পড়লে নারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে শুরু হয় থানা পুলিশের ঝক্কি ঝামেলা। নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন রাত ১১:১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।
ছবিঃ আমলাপাড়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের

৯ জুলাই, ২০২২
৯ জুলাই, ২০২২
৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ