Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ০৭ মে ২০২১, ২৪ বৈশাখ ১৪২৮, ২৪ রমজান ১৪৪২ হিজরী

ময়মনসিংহে হর্কাস মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১০:৫২ এএম

ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় হর্কাস মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


বৃহস্পতিবার (০৭ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ মার্কেটে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অনেকক্ষণ চেষ্টার পর সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নেভানো হয়।

এদিকে হর্কাস মার্কেটকে ঘিরে স্থানীয় উৎসুক জনতার ভিড় বাড়ছে। আর এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। স্থানীয় র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখায় তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সামনে ঈদের আগে তাদের জীবনের এমন সর্বনাশ মেনে নিতে না পেরে হাউমাউ করে কাঁদছেন তারা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ