Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্পেনে ১৭ সদস্যের মন্ত্রিসভায় নারী ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার ১৭ সদস্যের মন্ত্রিসভায় ১১ জন নারী সদস্যকে মনোনীত করেছেন। ইউরোপের যে কোনও দেশের তুলনায় মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি সানচেজের মন্ত্রিসভাতেই সর্বোচ্চ। নারীদের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নারীরা। এছাড়া সাবেক এক মহাকাশচারীকে বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় স্থান পাওয়া নারীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী মারিয়া জেসাস মন্টেরো, বাণিজ্যমন্ত্রী নাদিয়া কালভিনো, বিচারমন্ত্রী দোলোরেস দেলগাডো, প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলস, শিক্ষামন্ত্রী ইসাবেল সেলা। সানচেজের এই মন্ত্রিসভা ‘নারীবাদী মন্ত্রিসভা’ হিসেবে পরিচিতি পাচ্ছে। তিনি নিজেও স্বঘোষিত নারীবাদী। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেনে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ