Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৈশাখ উপলক্ষে তারকাদের নিয়ে বিটিভির অনুষ্ঠান

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বৈশাখ উপলক্ষে বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ বৈশাখী অনুষ্ঠান ‘বৈশাখী আলাপন’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে একঝাঁক তারকা উপস্থিত থাকবেন। তারা বৈশাখে তাদের জীবনের মজার মজার স্মৃতির কথা তুলে ধরবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কবি আসাদ চৌধুরী, অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, এস আই টুটুল, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা জয়া আহসান এবং ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। অনুষ্ঠানে বৈশাখী স্মৃতিচারণের পাশাপাশি কেউ অভিনয় করেছেন, কেউ গান গেয়েছেন আবার কেউ আবৃত্তি করেছেন। সুবর্ণা মুস্তফার সঙ্গে অভিনয় করেছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সামিনা চৌধুরী গল্পে গল্পে গেয়েছেন দেশের গান। এস আই টুটুল গেয়েছে ‘ভাতের মজা নাইরে’ শিরোনামে একটি গান। তবে জয়া আহসান যে গান গাইতে জানেন সেটা উপস্থিত কেউই জানতেন না। সবার অনুরোধে জয়া আহসান গাইলেন ‘এসো হে বৈশাখ এসো এসো’ পুরো গানটি। উপস্থিত সবাই জয়ার গানে মুগ্ধ হন। একপর্যায়ে কবি আসাদ চৌধুরী কবিতা আবৃত্তি করার পাশাপাশি বাংলাদেশ’র প্রাসঙ্গিকতায় এমনকিছু তথ্য তুলে ধরেন যা নতুন প্রজন্মের জানা উচিত বলে অনুষ্ঠানের সবাই দাবি করেন। অনুষ্ঠান প্রসঙ্গে সুবর্ণা মুস্তফা বলেন, ‘অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লেগেছে। গল্পে ও আড্ডায় অনুষ্ঠানটি বেশ জমে উঠে। দর্শকের ভালো লাগবে।’ সামিনা চৌধুরী বলেন, ‘খুব মানসম্পন্ন একটি অনুষ্ঠান হয়েছে। আমি পুরোটা সময় বেশ উপভোগ করেছি।’ অনুষ্ঠানের প্রযোজক মো. মাহফুজার রহমান জানান, পহেলা বৈশাখের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখ উপলক্ষে তারকাদের নিয়ে বিটিভির অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ