আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.)-এর ১৩তম ওয়াফাত দিবস স্মরণে নিউইয়র্কে ঈসালে সওয়াব দোয়া মাহফিল

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে ১৫ ই জানুয়ারী শুক্রবার বাদ মাগরিব ভারত উপমহাদেশের অনুস্মরনীয় ব্যক্তিত্ব
এবার টুইটারে তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগানের আমন্ত্রণে সাহারীতে অংশ নিলেন আঙ্কারায় অবস্থিত দেশ-বিদেশের তরুণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও যোগদান করেন। বৃহস্পতিবার আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সে এই সাহারী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগের দিন বুধবার রাতে টুইটারে ফার্স্ট লেডি এমিনি এরদোগান ছাত্র-ছাত্রীদের সাহারীর জন্য প্রেসিডেন্ট কমপ্লেক্সে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এমিনি এরদোগান তার টুইটে বলেন, ‘গত সপ্তাহে তাইয়েব এরদোগান শিক্ষার্থীদের ডরমিটরিতে (আবাসিক হল) অতিথি হয়েছিলেন। এবার আমরা কুলিয়েতে (প্রেসিডেন্ট কমপ্লেক্সে) সাহারিতে থাকব।’
এসময় তিনি তার টুইটে মজা করে আরো বলেন, ‘আমন্ত্রিতদের প্রাধান্যের ক্ষেত্রে নারীদের প্রতি ‘ইতিবাচক বৈষম্য’ দেখানো হবে।’
গত সপ্তাহে গানগোর আতাক নামে আঙ্কারার ইলদিরিম বায়েজিত বিশ্ববিদ্যালয়ের ডেনটিস্ট অনুষদের একজন ছাত্র তাদের ডরমিটরিতে তাদের সঙ্গে সাহারীর জন্য ট্ইুটারে প্রেসিডেন্ট এরদোগানকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এরদোগানের উদ্দেশ্য তিনি লিখেছিলেন, ‘প্রিয় প্রেসিডেন্ট, আপনি আমাদের হোসেইন গাজি ডরমেটরিতে আমাদের অতিথি হয়ে আমাদের সঙ্গে সাহারী করবেন?’
এই টুইটারের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘তোমাদের চা প্রস্তুত হলে আমি আসছি।’
পরে অন্য এক টুইটে প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, তিনি ডরমিটরিতে ছাত্রদের সঙ্গে খাবারে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানের উপস্থিতিতে ছাত্ররা দারুণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা তাকে সাদরে বরণ করে নেন। এসময় তারা এরদোগানের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। অনেকে তার সঙ্গে সেফলি তোলেন। সূত্র : ডেইলি সাবাহ নিউজ
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।