Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে আগুনে পুড়ল বিআরটিসির ১৫টি বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১০:০৯ এএম | আপডেট : ১:৪৪ পিএম, ৯ জুন, ২০১৮

রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির বাস ডিপোতে আগুনে ১৫টি বাস পুড়ে গেছে। এর মধ্যে আটটি বাস অকেজো। এছাড়া চারটি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে আগুনে বিআরটিসির ১৫টি বাস পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআরটিসি

১৪ অক্টোবর, ২০২১
২৫ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ