Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১০:১১ এএম | আপডেট : ১০:৩৫ এএম, ৯ জুন, ২০১৮

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বসতভিটায় ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে চারজন নিহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা বলেন, এতে ৬১৮ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।-খবর স্পুটনিকের।

নিহতদের মধ্যে হাইথাম আল জামাল নামে ১৫ বছর বয়সের একটি শিশুও রয়েছে। খান ইউনিসের পূর্ব সীমান্তে সে গুলিবিদ্ধ হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সীমান্তের পাঁচটি স্থানে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।

গত ৩০ মার্চ শুরু হওয়া ফিলিস্তিনিদের গ্রেট মার্চ অফ রিটার্ন আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত ১২৮ জন নিহত হয়েছেন। এতে এখন পর্যন্ত কোনো ইসরাইলি হতাহত হয়নি।

১৯৪৮ সালে ইহুদি সশস্ত্র গোষ্ঠীর হামলায় থেকে বাঁচতে প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি থেকে বিতাড়িত হন।

এসব ফিলিস্তিনি পার্শ্ববর্তী আরব দেশ, অধিকৃত পশ্চিমতীর ও গাজায় শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন। তাদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে 'গ্রেট মার্চ ফর রিটার্ন' আন্দোলন শুরু হয়েছে।

এ ছাড়া গত একযুগ ধরে গাজা উপত্যকাটি অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। সেখানে সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও প্রবেশ করতে দেয়া হয়।

এতে উপত্যকাটি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে। সেখানকার অর্থনীতিও প্রায় ধ্বংস হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ