Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ০১ শ্রাবন ১৪২৭, ২৪ যিলক্বদ ১৪৪১ হিজরী
শিরোনাম

খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি -ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ৯:২৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার উপজেলার গোসিংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির আহমেদ সরকারের সভাপতিত্বে ও গোসিংগা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ইফতার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়েই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহন করবে। বর্তমান সরকার বিশ্বের ৪ নম্বর এক নায়কতন্ত্রের সরকার হিসেবে জার্মানীর একটি সংস্থা থেকে প্রতিবেদনে বলা হয়েছে। ঈদের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামীলীগ সরকারের পতনের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, কাপাসিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রফিকুল ইসলাম বাচ্চু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ