ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষ টাকার মূল্যের ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে শাওন আলী (১২) ও তারেক হোসেন (১১) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল। শাওন আলী শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর টাওয়ারপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে ও তারেক হোসেন মনাকষার এলাকার আবুল কালামের ছেলে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন জানিয়েছে- সোমবার দুপুরে শাওন ও তারেক পাগলা নদীতে গোসল করতে যায়। এসময় দুজনই নদীতে ডুবে যায়। গত সোমবার রাতে শাওনের লাশ নদীতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাতেই নদী থেকে শাওনের লাশ উদ্ধার করে। এছাড়া মঙ্গলবার সকালে তারেক হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তারেক হোসেন বেশ কয়েকদিন আগে তার নানীর বাড়িতে বেড়াতে আসে বলে জানিয়েছে তার পরিবার। এ প্রসঙ্গে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন ও তারেকের মরদেহ ২০৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।