Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম নগরীতে কোনো কাঁচা সড়ক থাকবে না -মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

ছয় লেনের পোর্ট কানেকটিং রোড ও আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়ন কাজ শেষ হলে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে গতিশীলতা ফিরে আসবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ দুটি সড়ক সম্প্রসারণ কাজের জন্য জনদুর্ভোগ হচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। গতকাল (বুধবার) ১৫০ কোটি টাকা ব্যয়ে চলমান ওই দুটি সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মেয়র বলেন, আগামী ২ বছরের মধ্যে নগরীর সব সড়ক পাকা করা হবে। নগরীতে কোন কাঁচা সড়ক থাকবে না। এসময় মেয়রের সাথে চসিক কাউন্সিলর এইচ এম সোহেল, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে মেয়র গত তিন দিনের অবিরাম টানা বর্ষণে বাটালি হিল মিঠা পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে পাহাড়ের পাদদেশে সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত বিন্না ঘাস প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

ঈদ বস্ত্র বিতরণ
নগরীর জামালখানের একটি কমিউনিটি সেন্টারে দুই হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র দরিদ্রদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা চন্দন ধর, খুরশিদ আলম চৌধুরী, বেলাল আহম্মদ, হাজী শাহাবুদ্দিন, মিথুন বড়–য়া, আবুল হাসেম বাবুল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ