Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৭ বছরে এক লাখ মুসলিম হত্যা’

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত ৯৪ হাজার ২৯০ জন কাশ্মীরীকে হত্যা করেছে। এর মধ্যে ৭ হাজার ৩৮ জনকে কারাগারে হত্যা করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক রিসার্স রিপোর্টে বলা হয়, এই হত্যাকা-ের ফলে ২২ হাজার ৮০৬ নারী বিধবা হয়েছেন এবং ১ লাখ ৭ হাজার ৫৪৫ শিশু এতিম হয়েছে। এই রিপোর্টে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী দ্বারা ১০ হাজার ১৬৭ জন নারী ধর্ষণের শিকার হয় এবং ১ লাখ ৬ হাজার ৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। রিপোর্ট আরো জানায়, ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের অভিযানে প্রায় ৮ হাজার মানুষ গুমের শিকার হয়। এই রিপোর্টে গুরুত্বের সাথে উল্লেখ করা হয় গত সাত বছরে ভারতীয় পুলিশ তথাকথিত জননিরাপত্তা আইনের অধীনে প্রায় এক হাজারের বেশি ছাত্র, যুবক এবং স্বাধীনতাকামী হুররিয়াত নেতাদের গ্রেফতার করেছে। এর মধ্যে মাসাররাত আলমও রয়েছেন। হুররিয়াতের বর্ষীয়ান নেতা সাইয়েদ আল গিলানীকে গৃহবন্দী করা হয়েছে এবং এখন পর্যন্ত ২৩৫ দিন অতিবাহিত হয়েছে। এমনকি এ সময়ের মধ্যে তাকে জুমার নামাজও পড়তে দেয়া হয়নি। অন্য নেতাদের মধ্যে সাব্বির আহমেদ শাহ, মুহাম্মাদ ইয়াসিন মালিক, নাঈম আহমেদ খান, জাফর আকবার ভাট, আছিয়া আন্দ্রাবি এবং অন্যদের মধ্যে কাউকে গৃহবন্দি অথবা কাউকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তাদের রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণের অধিকার পর্যন্ত হরণ করা হয়েছে। রেডিও তেহরান।



 

Show all comments
  • ohammad M Hannan ১২ এপ্রিল, ২০১৬, ৮:৩৪ এএম says : 0
    ???????????? ?????? ??? ????? ??????? ???? ????? ?
    Total Reply(0) Reply
  • shahed ১৫ এপ্রিল, ২০১৬, ১০:৫২ এএম says : 2
    jihad chi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৭ বছরে এক লাখ মুসলিম হত্যা’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ