বঙ্গবন্ধু সব সময় গরীব অসহায় মানুষদের নিয়ে ভাবতেন- গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গরীব
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৬ জুন) সকাল ১০টায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
সকাল সাড়ে ৯টার দিকে আলাদাভাবে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে গণভবনে আলাদাভাবে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।