Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি আরো অবনতি, কমলগঞ্জে নিহত ৩

৫টি আশ্রয় কেন্দ্র ঘোষনা

সিলেট সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৮, ৮:৪৩ পিএম | আপডেট : ৯:৩৯ পিএম, ১৬ জুন, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক এ বন্যায় প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এদিকে কমলগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ভেসে নিখোঁজ তিনজনের লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও আটকে পড়া মানুষদের উদ্ধারে জেলায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। শহরে ৫টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে শুক্রবার (১৫ জুন) থেকেই দুর্গত এলাকায় কাজ শুরু করেছে সেনাবাহিনীর দুটি ইউনিট। শুক্রবার মধ্যরাতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম বন্যাক্রান্ত এলাকা পর্যবেক্ষণ করেন। শনিবার দুপুর থেকে ৬০ সদস্যের আরেকটি দল শহর রক্ষা বাধ এবং বন্যার্তদের জন্য কাজ শুরু করবে। রাজগনর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, উপজেলায় প্লাবিত এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি টিম। রাজনগর কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা কার্যক্রম পরিচালনা করছেন। পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী রনেন্দ্র শঙ্কর চক্রবর্তী পার্থ জানান, শনিবার সকাল ৯টায় মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটের কাছে বিপদ সীমার ১৫৯ সেন্টিমিটারে এবং মনু কুলাউড়ায় রেলওয়ে ব্রিজে ১২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদী শেরপুরে কাছে ৪০ সেন্টিমিটার ও কমলগঞ্জে ধলাই নদী বিপদ সীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত বিশ হাজার বালুভর্তি বস্তা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে হবিগঞ্জ সুনামগঞ্জ থাকে আরো বস্তা আনা হবে। এদিকে মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় শহরবাসীকে সতর্ক থাকতে জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে বলে পাউবির এ কর্মকর্তা জানান। এদিকে, মৌলভীবাজারের মনু নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হ্ওয়ায় প্লাবিত আশঙ্কায় রয়েছে মৌলভীবাজার জেলা শহর। শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের নির্দেশে মাইকিং করে এই নির্দেশনা শহরবাসীকে জানানো হয়।আশ্রয় কেন্দ্র গুলো হলো মৌলভীবাজার সরকারী কলেজ, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ, প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। জেলা প্রশাসক শহরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। প্রয়োজনে উক্ত কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ