Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ অধরা : এরশাদ

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিনাবিচারে হত্যা আর দেশ এবং বিশ্বজুড়ে মুসলিম স¤প্রদায়ের উপর জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ অধরা। ঈদের দিন রাজধানীর বনানী কার্যালয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, পবিত্র রমজানেও দেশে বিনাবিচারে মানুষ হত্যা করা হয়েছে। অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতন এবং ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধে বিশ্ব স¤প্রদায়কে এগিয়ে আসতে আহŸান জানান। তিনি বলেন, নিজেরা কম খেয়ে কিছু বাঁচিয়ে রোহিঙ্গা শিশুদের দেয়া হলে তারাও ঈদ উদযাপন করতে পারেন। এসময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমারের এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেওয়া যায়না। পার্টির কো চেয়ারম্যান গেলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, আতিকুল ইসলাম আতিক, মীর আবদুস সবুর আসুদ, আজম খান, মেজর (অব.) খালেদ আকতার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ