Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে মাদকবিরোধী র‌্যালি ও প্রতিবাদ সভা

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজার ও সংলগ্ন এলাকায় পালেরহাট পাবলিক হাইস্কুল প্রাক্তন ছাত্রফোরামের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সকলে দলমত নির্বিশেষে মাদক ব্যবসায়ীদের দমনে সরকারকে সহযোগিতা করবো। বক্তারা আরো বলেন, আজ থেকে যেখানে মাদক ব্যবসা সেখানেই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদকসেবী এবং ব্যবসায়ীদের কোন দল নেই। সভায় পালেরহাট বণিক সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্রফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফরিদ উদ্দিন, পূর্ব গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান বিটু, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল করিম টিপু, মঞ্জুরুল ইসলাম, ফোরামের সাবেক সভাপতি মাসুদ আলম, ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম,ওমর ফারুক, প্রাক্তন ছাত্রফোরামের সভাপতি বেলায়েত হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো আবু জায়েদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সম্পাদক পাপন ভূইয়া, আরিফুর রহমান, ইউচুপ হোসেন, রাজু হোসেন, মাইন উদ্দিন, আরমান আহমেদ বোরহান,রুবেল হোসেন, মাজেদ, আদনান হোসেন তুরাব, নিশানসহ সমাজের নানা পেশার মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ২শতাধিক ছাত্র উপস্থিত ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ