Inqilab Logo

ঢাকা, বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮ ফাল্গুন ১৪২৫, ১৪ জামাদিউস সানি ১৪৪০ হিজরী।

দামুড়হুদায় সড়ক পাশে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১:০৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়কের পাশ থেকে হৃদয় (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
পুলিশের দাবি, নিহত হৃদয় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় দর্শনার পাঠানপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, সকাল ৮টার দিকে উপজেলার দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই লাশটি হৃদয়ের বলে শনাক্ত করা হয়। নিহত হৃদয় এলাকার ইয়াবা ব্যবসায়ী বলে জানান তারা।

থানার মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে।

নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপাড়া ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হৃদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দামুড়হুদায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ