Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ওয়াশিং পাউডার দিয়ে ওদের মুখ ধোয়া উচিত’

শফিউল আলম প্রধানের স্মরণসভা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১:৩০ এএম

স্টাফ রিপোর্টার : ‘নির্বাচনীকালীন সরকার’ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সম্প্রতি বক্তব্য কলঙ্কজনক উল্লেখ করে জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, ওয়াশিং পাউডার দিয়ে আওয়ামী লীগ নেতাদের মন পরিস্কার করতে হবে। তাদের মনে রাখা ভাল, ৫ জানুয়ারির ভোট ডাকাতির নির্বাচন জাতিকে লাশের মিছিল উপহার দিয়েছে। ইউপি নির্বাচনসহ সকল নির্বাচনের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ জনগণ ভুলে নাই। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও পীর-আউলিয়ার এই দেশে জনগণের অধিকার বিপন্ন করে ভোটারবিহীন কোন নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহŸান জানান। গতকাল আসাদ গেট জিইউপি মিলনায়তনে মজলুম জননেতা শফিউল আলম প্রধাণ স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাপণী স্মরণসভা- কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেহানা প্রধান বলেন, গণতন্ত্রের প্রতীক ও শান্তির অগ্রদূত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে সরকার ফলাফল কি পেতে চায় জাতি ভাল করেই জানে। তবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিণাম হবে অনিবার্য পতন। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, আসাদুর রহমান খান, হোসেন মোবারক, মোঃ কবির, শাহী প্রধান, তারেক প্রধান, আল রাশেদ প্রধান, এস.বি.এ সিদ্দিকী, রয়েল, যুব জাগপার সহ সভাপতি মাহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমান, জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, মো. জীবন, ঢাকা মহানগর সভাপতি নজরুল ইসলাম বাবলু, বিপুল সরকার, আনোয়ার হোসেন, শাহ আলম, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু জাফর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ