Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খারিজ করে দিলেন পুতিন...

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৯:৫৬ পিএম


ইনকিলাব ডেস্ক : বিশ্বকাপ চলাকালে বিদেশী ফুটবল ভক্তদের সঙ্গে রুশ নারীদের যৌন সম্পর্ক না করতে মত দিয়েছিলেন দেশটির এক রাজনীতিবিদ। তার সেই বক্তব্য খারিজ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার পরিবার, নারী ও শিশু কমিটির প্রধান তামারা প্লেটনিয়ভা নামের ওই ব্যক্তি রুশ নারীদের বিদেশী ফুটবল ভক্তদের সঙ্গে বিছানা না যেতে সতর্ক করে দেন। যুক্তি হিসেবে বলেন, এতে সন্তানসম্ভবা হয়ে পড়লে তাদের একাই বাচ্চা মানুষ করতে হবে। তাছাড়া জাতিগত শুদ্ধতা রক্ষারও দোহাই দিয়েছিলেন তিনি। পরে তার বক্তব্য খারিজ করে দেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পুতিনের যুক্তি, বিশ্বকাপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর একজন রুশ নারী সবকিছু নিজেই সামলাতে পারে। ইভনিং স্ট্যান্ডার্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ