Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮, ৪ শ্রাবণ ১৪২৫, ৫ যিলক্বদ ১৪৩৯ হিজরী

শুধু গোল আর গোল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৮:৪৭ পিএম

ইতিহাসে গোলের নতুন রেকর্ড সৃষ্টি করলো রাশিয়া বিশ্বকাপ। গতকাল সন্ধায় হওয়া ইংল্যান্ড-পানামা ম্যাচটি ছিলো বিশ্বকাপের ২৮তম ম্যাচ। আর ওই ম্যাচেই গোলের রেকর্ড স্পর্শ করলো বিশ্বকাপ। প্রত্যক ম্যাচেই অন্তত ১টি গোল হওয়ায় এবারের বিশ্বকাপে টানা ২৮ ম্যাচেই গোল হলো। যা এই বিশ্বকাপ গোলের নয়া রেকর্ড । বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেবল একবার ১৯৫৪ আসরে টানা ২৬ ম্যাচে অন্তত একটি গোল হয়েছিলো। এরপর ১৫টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কোন বিশ্বকাপে টানা ২৬ বা ততোধিক ম্যাচে গোল হয়নি। কিন্তু এবারের আসরে টানা ২৮ ম্যাচে গোল হওয়ায় বিশ্বকাপ নতুন রেকর্ডের জন্ম দিলো। টানা ২৮ ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে, কারন এখনও বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ বাকী রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।