Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাটলারে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১১:২০ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ধবলধোলাই হলো অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারে সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল অজিদের ১ উইকেটে হারায় ইংল্যান্ড।
২০৫ রানের লক্ষ্যে ৮৬ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ড ১১৪ রানে হারায় অষ্টম উইকেট। তবে স্বাগতিকদের ভরসার প্রতীক হয়ে অন্য প্রান্তে ছিলেন জস বাটলার। উইকেটকিপার-ব্যাটসম্যানের অপরাজিত শতকে(১২২ বলে ১১০*) ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা। ৮১ রানের জুটিতে তাকে যোগ্য সঙ্গ দেন আদিল রশিদ(৪৭ বলে ২০)। রশিদ ফিরলে আবারো শঙ্কায় পড়ে যায় মর্গ্যানের দল। কিন্তু বলকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে জয় ছিনিয়ে নেন বাটলার।
অভিষেকে ৪৪ রানে ২ উইকেট নেয়ার পর ১৫ রান করেন ইংলিশ অল রাউন্ডার স্যাম কারান। এর আগে ৩৪.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ম্যাথু হেড (৫৬), অ্যালেক্স ক্যারি (৪৪) ও ডি’আর্চি শর্টের (৪৭*) ব্যাটে লড়াইয়ের পুুঁজি পায় অজিরা। মঈন আলি নেন ৪৬ রানে ৪ উইকেট।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ (৪৮১/৬) রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ