রায়গঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় নিখোঁজের ৬ দিন পর রাশিদুল ইসলাম (১৪) নামের স্কুল ছাত্রের গাছের সাথে হাত ও গলা বাধা অর্ধগলিত লাশ বাঁশ বাগান
কুড়িগ্রামের ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এদের বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা ও মধ্য রাবাইটারী এবং নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামে।
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, আটকরা ভারত-বাংলাদেশের দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে র্দীঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করছিল। বুধবার (২৭ জুন) রাত ১০টার দিকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ধর্মপুর সীমান্তে কাশিপুর ক্যাম্পের বিজিবি একটি টহলদল আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদের আটক করে।পরে আটকদের থানায় সোপর্দ করে বিজিবির সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।